lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T11:47:03Z
জেলার সংবাদ

আওয়ামী লীগ নেতার বাসার বাথরুমের দূষিত পানির জন্য প্রতিনিয়ত দুর্ভোগে এলাকাবাসী

Advertisement

ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার  মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের  রেলগেইট হতে স্টেশনে যাওয়ার  রাস্তাটির উপরে বাসার বাথরুমের দূষিত পানি   ছেড়ে দেওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগে পরছে এলাকাবাসী ।

জানা গেছে তিনি একজন সরকারি রাজনৈতিক দলের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

এ নিয়ে বেশ কয়েক বছর যাবত স্থানীয় লোকজন অসংখ্য বার তাকে নিষেধ করেছেন  যেন বাসার এই ময়লা পানি রাস্তার উপরে না ছাড়ে।

কিন্তু তাতেও কোন কাজ হয়নি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই অসংখ্যবার এ নিয়ে প্রতিবাদ করেছেন কিন্তু তাতেও এই দুর্ভোগ এলাকাবাসীর কপাল থেকে যায়নি।

এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজ এবং বিভিন্ন মসজিদে মুসল্লিরা নামাজের জন্য যাতায়াত করে থাকেন। এবং তারা বলেন এ রাস্তা দিয়ে আসার সময় বাথরুমের এই ময়লা পানি দিয়ে আমাদের যাওয়া-আসা করতে হয়। এবং এ দূষিত পানির কারণে আমাদের এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। এইঅবস্থায় এলাকাবাসীর দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যেন এই জনদুর্ভোগ রাস্তাটি চলাচল করার মত পরিবেশ তৈরি করে দেন ।