Advertisement
আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার রাস্তার পার্শে, বিভিন্ন বাজারে মধ্যে দেখা মেলছে লাল রঙের মনমুগ্ধকর কৃষ্ণচূড়া ফুলের সমাহার, আহা দেখলেই চোখ ফেরাতে ইচ্ছে করে না, আহা এই কৃষ্ণচূড়া ফুলের দিকে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়, পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গায় এই কৃষ্ণচূড়া ফুলের মনমুগ্ধকর সমাহার ছড়িয়ে রয়েছে।
বসন্তের শুরুতেই গাছে গাছে ফুটে হরেক রকমের ফুল, কোকিলের কুহু কুহু ডাকে মন ভরে যায়, যেদিকে তাকাই কৃষ্ণচূড়া জারুল সহ নাম না জানা আরো অনেক রকমের ফুলের সৌন্দর্যে সাজে প্রকৃতি।
কৃষ্ণচূড়া ফুল নিয়ে কবিরা অনেক কবিতা গিয়েছে, বাংলা অনেক ছবির গানেতে ও কৃষ্ণচূড়ার নাম ব্যবহার করা হয়েছে, কৃষ্ণচূড়া ফুলটি শুধুমাত্র বসন্তের প্রথম থেকে দেখা যায়।
তেতুলিয়া উপজেলায় ভজনপুর বাজারের মধ্যে বেশ কয়েকটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে, গাছের ডালে পাখিরা বিশ্রাম নিচ্ছে, কখনো কখনো দেখা যায় ক্লান্ত পথিকেরাও কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে বসে বিশ্রাম নিতে।
শুধু তাই নয় লাল রঙের এই ফুলটি নজর কেড়েছে সবার , পঞ্চগড় তেতুলিয়া যাতায়াতরত একজন্য অটোরিক্সার যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের ভজনপুর এলাকায় বহু বছর থেকে এই কৃষ্ণচূড়া ফুলের গাছটি দেখে আসতেছি সারা বছর ফুল থাকে না। তবে বসন্ত কাল আসতেই হাজারো লাল রংয়ের কৃষ্ণচূড়া ফুলের ফুলে সেজে ওঠে এই গাছটি, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়।