lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T10:50:22Z
অপরাধ

সুজানগরে মাদকদ্রব্য হেরোইন সহ একজন আটক

Advertisement

মোঃ রফিকুল ইসলাম:

পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর  নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান তারই ধারাবাহিকতায  সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৯/০৫/২০২৩ তারিখ সুজানগর পৌরসভাস্থ উপজেলা মোড় ব্রীজের দক্ষিন পাশ্বে জনৈক গনির দোকানের সামনে পাকাঁ রাস্তার উপর সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৩.০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

মাদক ব্যবসায়ী হলোঃ মোঃ রবি প্রাং (৪৭) পিতা-মৃত মেহের প্রাং,সাং- চর ভবানীপুর থানা-সুজানগর, জেলাঃ–পাবনা। প্রকাশ্যে যে, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রহিয়াছে।