lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৭ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-27T13:31:03Z
রাজনীতি

মাদারগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিচার দাবি

Advertisement

 

নিজস্ব প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সাবেক এক ছাত্রলীগ নেতার উপর   হামলার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে গত ২৬ মার্চ বিকেলে সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম উৎসকে মসজিদ থেকে বের করে তার উপর হামলা করা হয়। এতে সে গুরুতর আহত হয়। সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতনের নির্দেশে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ উঠে । এরই প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুর রশীদ টুলু,অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান বাদল,সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরণ ও সাধারণ সম্পাদক কে এম আশরাফ হোসেন লিটনসহ শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেয়।