Advertisement
শাহনেওয়াজ শাহ্,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৮২৪ পিস ইয়াবা, দেড়শত গ্রাম গাঁজা, একবোতল ফেনসিডিল, ইয়াবা মাপার ওয়েডিং মেশিন ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক এক মাদক কারবারি।
সে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর উত্তর কাজী বাড়ির কাজী বাদল এর ছেলে কাজী সাপলু মিয়া (৩৬)।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ইসলামপুর আসামীর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৮২৪ পিছ ইয়াবাসহ উপরোক্ত জিনিসপত্র উদ্ধার ও একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে ৮২৪ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আর কে কে জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।