Advertisement
হাজী জাহিদ, নরসিংদী:
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে খোকনের ছোট ভাই মো. ফারুক মিয়া নরসিংদীর শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ফারুক মিয়া ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে।
ফারুক মিয়া জানান, প্রতিবেশী মৃত রজব আলীর ছেলে হযরত আলী (৬০), হযরত আলীর ছেলে মো. রাজিব (৩০) ও নজরুল ইসলাম (৩৫), এবং মৃত আজম আলীর ছেলে নাসির উদ্দিনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি-জমা ও পারিবারিক বিষয়ে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয় সালিশের মাধ্যমে একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করা হলেও তারা সালিশে হাজির হননি এবং বিভিন্নভাবে হয়রানি করছেন।
তিনি আরও বলেন, রোববার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে বিবাদীরা আমার চা দোকানের সামনে এসে জমির সীমানা ঘেঁষে থাকা কাঁচা বেড়া সরানোর দাবি জানায়। আমি রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারমুখি আচরণ এবং আমাকে বাড়ি ছাড়া ও খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং থানায় সাধারণ ডায়েরি করেছি।
অভিযুক্ত মো. রাজিব দাবি করেন, আমরা কোনো হুমকি দিইনি। শুধু বেড়া সরানোর কথা বলেছি। আমরা সালিশে বসতে চাই আগেরবার কিছু সমস্যার কারণে বসা হয়নি, এখন যেকোনো সময় বসতে প্রস্তুত।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


