Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানার ভেতর থেকেই থানার বাবুর্চির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানার ভেতরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানার রান্নাঘরে দায়িত্ব পালনকালে বাবুর্চি আমিরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়।
থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শুরুর আগে আমিরুল তাঁর পালসার মোটরসাইকেল থানার গ্যারেজের সামনে রেখে যান। কিছুক্ষণ পর বাইরে এসে দেখতে পান, মোটরসাইকেলটি নেই। পরে বিষয়টি তিনি থানার কর্মকর্তাদের জানান।
খবর পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে কে বা কারা মোটরসাইকেলটি নিয়ে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। লালপুর থানার ওসি বলতে পারবেন। তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।


