lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-14T01:34:14Z
রাজনীতি

আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার তালুকদার বাজার এলাকায় বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (রহ.) এর অনুসারী জাকের পার্টির উদ্যোগে আনন্দ-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ১৩ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরগুনা জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর কবির। প্রধান বক্তা ছিলেন জাকের পার্টি বরগুনা জেলা শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ সেলিম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পারভেজ, জাকের পার্টি আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইরাজ মৃর্ধা, এবং উপজেলা সাধারণ সম্পাদক মো. বশির ডিলার।


অনুষ্ঠান সফল ও স্বার্থক করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরগুনা জেলা যুব ফ্রন্টের সভাপতি এইচ. এম. শাহাদাৎ হোসেন লিটন এবং বরগুনা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।


সভায় বক্তারা বলেন, জাকের পার্টি ওলী-আউলিয়া ও আলেম-ওলামাদের দল। এই দলের কর্মীরা কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা ভূমিদখলে যুক্ত ছিলেন না। আমরা দেশের শান্তি, মানবতা ও ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছি।


বরগুনা জেলা যুব ফ্রন্টের সভাপতি এইচ. এম. শাহাদাৎ হোসেন লিটন বলেন, আগামী নির্বাচনে জাকের পার্টির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


বরগুনা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বলেন, জাকের পার্টি ভালো মানুষের দল। আমরা ওলী-আউলিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”


অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের মঙ্গল কামনা করা হয়।