lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-18T11:18:20Z
আইন ও অপরাধ

সালথায় আলেমদের নিয়ে ফেসবুকে করুচিপূর্ণ পোস্ট, পুলিশের হাতে আটক যুবক

Advertisement


 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আলেমদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করায় মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 


বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাণদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তার হওয়া সাদ্দাম হোসেন নারাণদিয়া এলাকার আফতাব হোসেনের ছেলে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারাণদিয়া এলাকার সাদ্দাম হোসেন নামে এক যুবক তার ফেসবুক আইডি হতে ‌' কুকুরের বাচ্চা গুলো দেখতে এইরকমই হয়' পোস্ট দিয়ে কয়েকজন হুজুরের ছবি দিয়ে আপলোড করে। উক্ত পোস্টটি এলাকার কিছু লোক দেখতে পেয়ে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করলে সে নিজে ওই পোস্ট ফেসবুকে আপলোড করেছে মর্মে স্বীকার করায় উক্ত এলাকার মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সালথা থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের সাথে কথা বলে সাদ্দাম হোসেনকে আটক করে আইগন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় উক্ত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে। অতঃপর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করে।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, 'ফেসবুক হুজুরদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় সাদ্দাম হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে সাদ্দামকে।