lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T13:09:11Z
ব্রেকিং নিউজ

নীতপুর সীমান্তে বিএসএফের গুলিতে ১ গরু পাচারকারী নিহত

Advertisement


 

ইসমাইল হোসেন পোরসা (নওগাঁ) প্রতিনিধিঃ

 পোরশা  হাঁপানিয়া সীমান্তে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের গুলিতে নিহত হয় এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর।পুত্র মতে, পোরশার হাঁপানিয়া সীমান্তের ২৩২ নং পিলারের ভিতরে ভারতীয় বিএসএফ এর হাতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

উল্লেখ্য যে, গত রাত্রে  আল-আমিন পিতা- মোঃ সিদ্দিক আলী (দালাল) গ্রাম- বিষ্ণপুর পোরশা নওগাঁ এর বাসিন্দা। ভারত ১৫৯ টেক্কা পাড়া বিএসএফের অধীন নীলমারী ২৩২ নম্বর পিলার এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে  গরু নিয়ে বাংলাদেশের ঢোকার সময় বিএসএফের চোখে পড়েন তিনি। সোমবার দিবাগত রাত ভোরে তাকে পাকড়াও করলে বাংলাদেশে দিকে দৌড়ে পালিয়ে আসার সময় বিএসএফ তাকে গুলি করেন। গুরু ব্যবসায়ী আরও তিনজন সেখান থেকে পালিয়ে যান বলেও জানা যায়। সূত্র জানায় দীর্ঘদিন তিনি ভারতীয় গরু পাচারের সঙ্গে জড়িত এবং গরুর ব্যবসা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত বাংলাদেশ নো মেন্সলান্টে লাশ উদ্ধারের জন্য পতাকা বৈঠক চলছে বলে ১৬ বিজিবি নওগাঁ সিও লেফটেন্যান্ট কর্নেল মোঃ সাদিকুর রহমান পিপিএম জানান। পিএসসি আর্টিলারি ঘটনার সত্যতা স্বীকার করেন।