Advertisement
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় মাদকাসক্ত ছেলেদের পিটুনিতে আহত ওসমান গনি গত সোমবার (১৯ জুন) রাতে মারা গেছেন। জানা যায়, সারদাগঞ্জ হাবিব মার্কেট এলাকার বাসিন্দা ওসমান গনির ছোট ছেলে শরিফুল ইসলাম মাদকাসক্ত। মাদক সেবনের টাকা না পেয়ে বিভিন্ন সময়ে বড় ভাই শফিকুল ও তার বাবা সহ পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতো। টাকা না পেয়ে বাবা ওসমান গনির ঘর থেকে ফ্রিজ, আইপিএস,টিভিসহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে দেয়। গত শনিবার বাবার কাছে টাকা দাবি করলে দিতেঅস্বীকার করেন। পরে তাকে দুই ছেলে এলোপাতাড়িমারপিট করে।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছেলে শরিফুল ইসলাম ও মাহবুব আলমকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।