lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-02T13:46:31Z
সড়ক দুর্ঘটনা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ডিএসবি-র ওসি নি হ ত

Advertisement

 

মাহতাবুর রহমান,নিজস্ব প্রতিবেদক:

ছুটি শেষে মোটরসাইকেল যোগে  কর্মস্থলে ফেরার পথে বাস চাপায় মারা গেছেন বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ওসি মো. নজরুল ইসলাম। বরিশালের উজিরপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে বরগুনায় ফিরছিলেন। ২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানিয়েছেন, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ওসি মো. নজরুল ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি বরিশালের উজিরপুর গিয়েছিলেন। ছুটি শেষে কর্মস্থল বরগুনায় ফেরার পথে বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলিতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেল চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।