Advertisement
মাহতাবুর রহমান,নিজস্ব প্রতিবেদক:
বরগুনার আমতলীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩ । ০২ মার্চ বৃহস্পতিবার আমতলী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান, সাংবাদিকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।