lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-11T11:31:06Z
ব্রেকিং নিউজ

সালথায় দুই সন্তানের জননীর বিষপান, চার দিন পর হাসপাতালে মৃত্যু

Advertisement


 

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় আদরী বেগম (২৪) নামে দুই সন্তানের জননী বিষপানের চার দিন পর হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। আদরী বেগম, উপজেলার বল্লভদি ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের সোহেল মোল্যার স্ত্রী। নিহতের ৬ বছর ও ২ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। 


জানা যায়, পারিবারিক কলহের জেরধরে গত চার দিন আগে ঘরে থাকা ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন আবস্থায় মারা যায় বলে তার স্বজনরা জানান।


ফরিদপুরের কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ঘটনাটি সালথা থানার তাই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে। তখন সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নিবেন।